শীতবস্ত্র বিতরণ " মজার কারখানা গ্রুপের পক্ষ থেকে
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের "মজার কারখানা" গ্রুপের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ।
মানুষ ও মানবতার পক্ষে কাজ করার জন্য "মজার কারখানা" গ্রুপের সদস্যবৃন্দ সবসময়ই এগিয়ে এসেছেন। তারই ধারবাহিকতায় এবারো অনেকেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অবলীলায়। মানুষের জন্য কিছু করার একটা তীব্র তাগিদ তাদের ভেতরে কাজ করে। এই মানুষগুলোর প্রতি আমার পক্ষ থেকে রইলো আন্তরিক ভালোবাসা। পত্রিকার পাতায় আমরা প্রতিদিন সমাজের পচে যাওয়ার খবরগুলো শুনতে শুনতে যখন ক্লান্ত হয়ে যাই তখন এই মানুষগুলোর মানবতাবোধ দেখে আমরা আশার আলো খুঁজে পাই।
"মজার কারখানা" গ্রুপের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যুক্ত হয়ে আমি এমন কিছু মানুষের দেখা পেয়েছি যারা আর্থিকভাবে সামর্থ্যবান না হলেও নিজের শ্রম দিয়ে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবারেও যথারীতি তারা সাধ্যমত শ্রম দিয়ে এই মহতী উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন।
আর্থিক কিংবা স্বশরীরে উপস্থিত থেকে সাহায্য করতে না পারলেও অনেকেই সাহস জুগিয়েছেন, শুভকামনা জানিয়েছেন, তাদের দোয়ার বরকতে আমরা একটি সুন্দর উদ্যোগকে সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। বিশেষ করে আমাদের গ্রুপের সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনারা আমাদের অনুপ্রেরণা।
পৌরসভা ৬নং ওয়ার্ডেই বিতরণ করা হয়েছে। যদিও বাউরিয়া, গাছুয়া, হরিশপুর, মগধরা,আজিম পুর হারামিয়া বেড়িবাঁধসহ বিভিন্ন জায়গার মানুষ পেয়েছেন।
সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা আরো বড় আকারে কাজ করতে পারবো। আমাদের স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও এরকম উদ্যোগ বাস্তবায়ন করা, আপনারা পাশে থাকলেই যেটা সম্ভব হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।