বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির কথার লড়াইয়ে হঠাৎ উত্তেজনা ছড়িয়েছিল কাতালান ক্লাবটিতে। বিষয়টি নিয়ে ক্লাব কর্তৃপক্ষকে বসতে হয় জরুরি বৈঠকে। আপাতত সমস্যার সমাধান হয়েছে, স্বস্তি ফিরেছে বার্সেলোনা শিবিরে।
মেসির সাবেক ক্লাব সতীর্থ আবিদাল চাকরি হারাতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। পরে বুধবার তার সঙ্গে আলোচনায় বসেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ। দুই ঘণ্টার বৈঠকে সমস্যার সমাধান হয়েছে বলে কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে। এর আগে মেসির সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছিলেন ক্লাব সভাপতি।
বৃহস্পতিবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের মাঠে খেলবে বার্সেলোনা। এই সফরে দলের সঙ্গেও থাকবেন বার্তোমেউ ও আবিদাল।
বিতর্কিত ঘটনাটির সূত্রপাত হয় সম্প্রতি স্প্যানিশ পত্রিকা দিয়ারিও স্পোর্তকে আবিদালের দেওয়া এক সাক্ষাৎকারে। সাবেক কোচ এরনেস্তো ভালভেরদের সময় ফুটবলারদের অনেকে মাঠে শতভাগ দেননি বলে অভিযোগ তোলেন তিনি। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলেও ওই সাক্ষাৎকারে বলেন তিনি।
এর পর জানুয়ারিতে ভালভেরদেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনকে নিয়োগ দেয় বার্সেলোনা।
আবিদালের এমন মন্তব্য ভালোভাবে নেননি মেসি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি সাবেক সতীর্থের মন্তব্যের কড়া সমালোচনা করেন ইনস্টাগ্রামে।
“ফুটবলারদের নিয়ে এ ধরনের কথা বললে তাদের নাম উল্লেখ করা উচিত। তা না হলে, অনেক কিছু ছড়ায় যা সত্যি নয়।”
“সত্যি বলতে, এসব নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। তবে আমি মনে করি, নিজের পেশা ও সিদ্ধান্তের প্রতি সবাইকে দায়বদ্ধ থাকতে হবে।”
একটি মন্তব্য পোস্ট করুন