যুব বিশ্বকাপ ফাইনালে প্রথমবার, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আছে উত্তেজনা ও স্নায়ুচাপ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী জানালেন, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে ম্যাচটিকে তারা ফাইনাল হিসেবে ভাবছেন না। চারবারের চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়তে দৃঢ় প্রত্যয়ী তার দল।
যুব বিশ্বকাপের পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। ১৩ আসরে এবার দিয়ে সপ্তমবার ফাইনাল খেলতে যাচ্ছে দেশটি।
বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার স্মৃতি খুব একটা সুখকর নয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। গত বছর যুব এশিয়া কাপের ফাইনাল ও ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রতিবেশী দেশটির বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের।
সেসব ভেবে অবশ্য ভীত নন আকবর। জানিয়েছেন, ভারতকে হারানোর রসদ আছে তার দলে। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা রান করছেন নিয়মিত। চারের নিচে ইকোনমিতে বোলিং করছেন রকিবুল হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলামরা।
ম্যাচের আগের দিন শনিবার আকবর প্রত্যয়ী কণ্ঠে জানালেন, মাঠে পরিকল্পনার বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ তার দল।
“ভারত দুর্দান্ত দল। তাদের ব্যাটিং, বোলিং দুই বিভাগই খুব ভালো। টুর্নামেন্টে তারা অপরাজিত, আমরাও। আশা করছি, ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা তাদের নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছি, সেগুলো যদি মাঠে বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে।”
বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার স্মৃতি খুব একটা সুখকর নয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। গত বছর যুব এশিয়া কাপের ফাইনাল ও ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রতিবেশী দেশটির বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের।
সেসব ভেবে অবশ্য ভীত নন আকবর। জানিয়েছেন, ভারতকে হারানোর রসদ আছে তার দলে। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা রান করছেন নিয়মিত। চারের নিচে ইকোনমিতে বোলিং করছেন রকিবুল হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলামরা।
ম্যাচের আগের দিন শনিবার আকবর প্রত্যয়ী কণ্ঠে জানালেন, মাঠে পরিকল্পনার বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ তার দল।
“ভারত দুর্দান্ত দল। তাদের ব্যাটিং, বোলিং দুই বিভাগই খুব ভালো। টুর্নামেন্টে তারা অপরাজিত, আমরাও। আশা করছি, ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা তাদের নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছি, সেগুলো যদি মাঠে বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে।”
“যদি আমাদের দলের কথা বলি, ব্যাটসম্যান ও বোলার দুটো বিভাগই ভালো। টপ অর্ডাররা রানে আছে, বোলাররা উইকেট নিচ্ছে, ভালো ইকোনোমিতে বল করছে। আমি মনে করি, ভারতের বিপক্ষে যদি একইভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের অনুকূলে থাকবে।”
যুব ওয়ানডেতে টানা নয় ম্যাচ জিতেছে আকবর-হৃদয়রা। ভারতের বিপক্ষেও চাপমুক্ত থেকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান আকবর।
“ফাইনাল ম্যাচ হলেও এটাকে আমরা ফাইনাল বা বিশ্বকাপের ম্যাচ হিসেবে ভাবছি না। এরকম চিন্তা করলে হয়তোবা চাপ আমাদের দিকে চলে আসতে পারে। পুরো টুর্নামেন্ট আমরা যেভাবে সাধারণ খেলা হিসেবে নিয়েছি, ফাইনালটাকেও সেভাবেই নেওয়ার চেষ্টা করব।”
রোববার পচেফস্ট্রুমে শ্রেষ্ঠত্বের মুকুট পরার লড়াইয়ে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে আকবর আলীর দল।
যুব ওয়ানডেতে টানা নয় ম্যাচ জিতেছে আকবর-হৃদয়রা। ভারতের বিপক্ষেও চাপমুক্ত থেকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান আকবর।
“ফাইনাল ম্যাচ হলেও এটাকে আমরা ফাইনাল বা বিশ্বকাপের ম্যাচ হিসেবে ভাবছি না। এরকম চিন্তা করলে হয়তোবা চাপ আমাদের দিকে চলে আসতে পারে। পুরো টুর্নামেন্ট আমরা যেভাবে সাধারণ খেলা হিসেবে নিয়েছি, ফাইনালটাকেও সেভাবেই নেওয়ার চেষ্টা করব।”
রোববার পচেফস্ট্রুমে শ্রেষ্ঠত্বের মুকুট পরার লড়াইয়ে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে আকবর আলীর দল।
একটি মন্তব্য পোস্ট করুন
শুভ কামনা রইলো❤����