ব্রিগেডিয়ার সিস্টেমে সুফল পাচ্ছে নড়িয়া বাসী

ক্যাপ্টেন ফ্যান্টাসটিকের তৈরি করা মডেলে সুফল পাচ্ছে শরিয়রতপুরের নড়িয়া উপজেলার সাধারণ মানুষ----এ কে এম এনামুল

উল্লেখ্য: সাংসদ মাশরাফির এলাকায় করোনা ও অন্যান্য  চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারদের প্রয়োজনীয় পিপিই সরবরাহ করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের স্থপতি(ম্যাশ)।শুধু পিপিই নয় একুশে টিভির বরাতে বলা হয় নড়াইলের সাধারণ মানুষ এান সহায়তা পাচ্ছেন প্রয়োজনমত।চিকিৎসার অভাবে যেনো কেউ না মরে কিংবা করোনার ছড়াছড়ি ঠেকাতে ম্যাশ নতুন পন্থা অবলম্বন করেন।এবার আর রোগী নয় ডাক্তার যাবেন রোগীর বাসায়।চিকিৎসার পাশাপাশি দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ঔষধও।কেউ অস্বস্তিবোধ করলে মাশরাফি ফাউন্ডেশনের হটলাইনে ফোন করলে এম্বুলেন্স নিয়ে ডাক্তার যাবেন রোগীর বাসায়।উক্ত ব্রিগেডিয়ার সিস্টেমে এখন পর্যন্ত ৩৫০০+ মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাক্তার স্যার আহসানুল মনি। ম্যাশকে ফলো করে করোনা ঝুঁকিপূর্ণ শরীয়তপুরের নড়িয়ায়ও চালু হয়েছে ব্রিগেডিয়ার সিস্টেম।গত ৪ দিনে ৬০০+ মানুষকে উক্ত সিস্টেমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নড়িয়ার স্বাস্হ্যসেবা ইউনিট সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget